লুচি সাথে কি খাওয়া যায়?

 লুচি সাথে কি খাওয়া যায়?

সকালে Time 7-8 জলখাবার জন্য আমরা সবাই সাধারণ তেলে ভাজা খাবার খেতে খুবই পছন্দ করি। তাই লুচির সাথে আপনি মটন ঘুগনি, নিরামিষ ঘুগনি, বা আলো কষা, চিকেন কষা এই সমস্ত রান্না বাড়িতে তৈরি করে নিন আর লুচির সঙ্গে পুরো জমে যাবে।

লুচি শব্দের অর্থ কী?

লুচি একটি সহজ বাঙালি রেসিপি আটা,ঘি, ময়দা কে মাখিয়ে গরম তেলে ভাজা হয় এই বিশেষ লুচি।


আলু খেলে কী কী ক্ষতি হয়?

প্রতি দিন আলু খেলে আমাদের শরীরের কী কী ক্ষতি হয়। তবে বাঙালি আলু সাবার প্রিয় আলু অল্প পরিমাণে রান্না তে ব্যবহার করে খেলে রোজ কোন ক্ষতি নেই আলো প্রতিদিন অল্প অল্প খেলে আমাদের শরীরের রক্ত চাপ নিয়ন্ত্রণ থাকে আলুতে থাকা ফাইবার এবং পটাশিয়াম যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন