লস্যি রেসিপি - Lassi Recipe in Bengali

এই গরমের দিনে দই(lassi) লস্যি বাড়িতে বানানোর সহজ ঘরোয়া পরামর্শ দিচ্ছি। চলুন তাহলে আর দেরি না করে কীভাবে বানাবেন জেনে নিন (lassi recipe in bengali) -

লস্যি রেসিপি - Lassi Recipe in Bengali

উপকরন - Ingredients

✿- ৩ কাপ - জলে ভিজিয়ে রাখা খেজুর
✿- ২ কাপ - মিষ্টি দই
✿- ২ কাপ - জল
✿- ২ টেবিল চামচ - ব্রাউন সুগার
✿- ৫ পিস - বরফ কুচি

লস্যি বানানোর পদ্ধতি - HOW TO MAKE LASSI RECIPE


লস্যি তৈরির করার জন্য প্রথমে খেজুর, মিষ্টি দই, জল ও ব্রাউন সুগার দিয়ে দিন।
তারপর ওই একসাথে সব ব্লেন্ড করে নিলাম।

বাস তাতেই তৈরি আমাদের লস্যি। এবং সামান্য বরফ কুচি দিয়ে সার্ভ করুন সুস্বাদু এই বাঙালি স্টাইলের লস্যি।


FAQ

Ques -1: লস্যি কত প্রকার?

Ans: ৬ ধরনের লস্যি হয়।

Ques - 2: রাতে লাসি খাওয়া যাবে কি?

Ans: না রাতে লস্যি খেলে সর্দি, কাশি হতে পারে।

Ques - 3: লাসি ইংরেজি কি?

Ans:লস্যি শব্দের অর্থ জলে মেশানো দই ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন